উত্তরদিনাজপুর

চাকুলিয়া থানার নিজামপুরে বজ্রপাতে মৃত্যু হল এক আদিবাসী যুবকের

বাজ পড়ে মৃত্যু হল এক আদিবাসী যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুশিক্কর গ্রামের টুটিকাটা আদিবাসী পাড়ায়। মৃত যুবকের নাম চুনকা সোরেন(২৯)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

পরিবার সুত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। একই ভাবে এই এলাকাতেও বিদ্যুৎ সহ এক পসলা বৃষ্টি হয়। সেই সময় চুনকা সোরেন নামে ওই যুবক রেইন কোট পরে একটি লঙ্কার জমিতে জল নিকাশির জন্য জমির আল কাটতে কোদাল নিয়ে পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। বাড়ি থেকে ৫০ মিটার দূরে যাওয়ার পরেই বিদ্যুতের চমকানি শুরু হয়। বজ্রাঘাতে যুবকের রেইন কোটটি ছিড়ে ঝালাফালা হয়ে যায়। তার পেটে ও পিঠে বাজের আঘাতে পুরে গিয়ে সাদা সাদা দাগ পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চুনকার। তার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে চুনকার পরিবারের সদস্যরা রাস্তায় বেড়িয়ে দেখে তাদের ছেলে রাস্তায় পরে রয়েছে মৃত অবস্থায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা দীনেশ মুর্মু জানান, এদিন সকাল ৬ টায় চুনকা লঙ্কার জমিতে জল দিতে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় বাজ পরে মৃত্যু হয় তার। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/4Lpe7v39mBk